এই সিস্টেম ব্যবহার করে নিলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে নিচের ধাপগুলো আনুসরন করতে হবে।
ধাপ -১: নিলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে লগইন করতে হবে । সেজন্য আগে আপনাকে নিবন্ধন করতে হবে । লগইন করার পর আপনি হোম পেইজে চলমান নিলামের তালিকা দেখতে পাবেন । যেই নিলামে অংশগ্রহণ করতে চান সেই নিলামের নিচের “ নিলামটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ” এই বাটনে ক্লিক করুন ।
ধাপ -২: যেই নিলামের নিচের “ নিলামটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ” বাটনে ক্লিক করবেন সেটার বিস্তারিত দেখতে পাবেন । এই নিলামে অংশগ্রহণ করতে চাইলে “ নিলামটিতে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন ” এই বাটনে ক্লিক করুন ।
ধাপ -৩: যেকোনো নিলামে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে ওই নিলামের দরপত্র দলিলের বিক্রয় মূল্য প্রদান করতে হবে । এই পেইজে নিলামের দরপত্র দলিলের বিক্রয় মূল্য প্রদান করার জন্য আপনাকে টোকেন দেওয়া হবে । এই তথ্য আপনার ইমেইলেও পাঠানো হবে । আপনি চাইলে এই তথ্য ডাউনলোড করতে পারবেন ।
ধাপ -৪: ডাউনলোড করা তথ্য প্রিন্ট করুন এবং ব্যাংকে গিয়ে টাকা জমা দিন ।
ধাপ -৫: টাকা জমা দেওয়ার পর আপনি লগইন করে “ আমার নিলামের তথ্য ” এই মেনুতে যান ।
ধাপ -৬: এখানে আপনি যে নিলামের জন্য দরপত্র দলিলের বিক্রয় মূল্য প্রদান করেছেন সেটা দেখতে পাবেন । এছাড়াও এই নিলাম সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার কাজ এই পেজ থেকে করা যাবে। কোন নিলামের দ্রব্য তালিকা দেখতে “নিলামটির দ্রব্য তালিকা” এই লিংকে ক্লিক করুন।
ধাপ -৭: “নিলামের দ্রব্য তালিকা” লিংকে আসলে আপনি উক্ত নিলামে কোন কোন দ্রব্য অন্তর্ভুক্ত আছে তা দেখতে পাবেন।
এই নিলামে যদি আপনি বিড করতে চান তাহলে “ জামানত পেমেন্টের জন্য প্রয়োজনীয় টোকেন সংগ্রহ করতে এখানে ক্লিক করুন ” এই বাটনে ক্লিক করুন । অথবা “ আমার নিলামের তথ্য ” লিংকে গিয়ে পরবর্তী করনীয় অংশে “জামানতের টোকেন সংগ্রহ” লিংকে ক্লিক করুন। জামানতের টাকা জমা না দেওয়া পর্যন্ত নিলামের দ্রব্যের বিপরীতে আপনি কোন অফার প্রদান করতে পারবেন না।
ধাপ -৮: এই পেইজে নিলামের জামানত প্রদান করার জন্য আপনাকে টোকেন দেওয়া হবে । এই তথ্য আপনার ইমেইলেও পাঠানো হবে । আপনি চাইলে এই তথ্য ডাউনলোড করতে পারবেন ।
ধাপ -৯: ডাউনলোড করা তথ্য প্রিন্ট করুন এবং ব্যাংকে গিয়ে নিলামের জামানতের টাকা জমা দিন ।