কিভাবে নিলামে অংশগ্রহন করবেন?

যে কোন নিলামের বিস্তারিত দেখার জন্য হোম পেইজে উক্ত নিলামের নামের নিচের “নিলামটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন” এই বাটনে ক্লিক করুন।


নিচে সম্পূর্ণ নিলাম বিজ্ঞপ্তির চিত্র দেওয়া হল। এই নিলামে অংশগ্রহন করতে চাইলে “নিলামটিতে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন” এই বাটনে ক্লিক করুন। “নিলামটিতে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন” এই বাটনটি নিলামটিতে আবেদনের শেষ তারিখ পর্যন্ত দেখতে পাবেন। নিলামে অংশগ্রহন করতে হলে এই সিস্টেমে আপনাকে নিবন্ধন করতে হবে। যদি আপনি একবার নিবন্ধন করে থাকেন, তাহলে আপনাকে পুনরায় দ্বিতীয়বার নিবন্ধন করার প্রয়োজন নাই।



এই সিস্টেমে লগইন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ -১: হোম পেইজের ডান পাশের “ লগইন করুন ” এই বাটনে ক্লিক করুন ।


ধাপ -২: নিচের চিত্রের মত একটা ভিউ আপনি দেখতে পাবেন । এখানে আপনার নিবন্ধন করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে । এরপর “ SIGN IN ” বাটনে ক্লিক করুন ।


ধাপ -৩: আপনার দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি লগইন অবস্থায় নিচের মত ভিউ দেখতে পাবেন । এই পেইজের উপরের দিকে আপনার কোম্পানির নামে দেখতে পাবেন । পেইজের ডানপাশে “ দরদাতার তথ্য ” নামক অংশে কিছু নতুন মেনু দেখতে পাবেন । “ দরদাতার তথ্য ” নামক অংশটিই আপনার ড্যাশবোর্ড। আপনি আপনার নিলাম সংক্রান্ত যাবতীয় কাজ এই মেনু গুল থেকে করতে পারবেন।