এই সিস্টেমে নিবন্ধন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে।
ধাপ -১: হোম পেইজের ডান পাশের “ নিবন্ধন করুন ” এই বাটনে ক্লিক করুন ।
ধাপ -২: নিচের চিত্রের মত একটা ভিউ আপনি দেখতে পাবেন । এখানে আপনার কোম্পানির নাম, ইমেইল, মোবাইল নং, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে । মনে রাখবেন ইউজার আইডি অবশ্যই ইউনিক হতে হবে যাতে অন্য কোন ইউজারের ইমেইলের সাথে না মিলে এবং “I agree with the Terms and Conditions” এই বক্স সিলেক্ট করতে হবে । এরপর “SIGN UP” বাটনে ক্লিক করুন ।
ধাপ -৩: “SIGN UP” বাটনে ক্লিক কারার পর কাজটা সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত একটা বার্তা পাবেন এবং আপনার ইমেইল অ্যাকাউন্টে একটা মেইল পাবেন এই সংক্রান্ত ।
ধাপ -৪: আপনি এখন এই সিস্টেমে নিবন্ধন সম্পূর্ণ করলেও আপনার অ্যাকাউন্ট এখনও সক্রিয় হয়নি। অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য আপনার ইমেইলে যে লিংক দেওয়া হয়েছে ওই লিংকে যেতে হবে / লিঙ্কে ক্লিক করতে হবে।
ধাপ -৫: আপনার ইমেইলে দেওয়া লিংকে যাওয়ার পর আপনি নিচের চিত্রের মত অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার একটা বার্তা পাবেন । অ্যাকাউন্ট সক্রিয় হলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।